আজ সন্ধ্যায় ₹৪৮০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

তুতিকোরিনে আজ সন্ধ্যায় ₹৪৮০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-26 11.06.28 AM

নিজস্ব সংবাদদাতা: মালদ্বীপ সফর শেষে দেশে ফিরে আজ তামিলনাড়ুর তুতিকোরিনে এক জনসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ধ্যা ৮টা নাগাদ তিনি ₹৪৮০০ কোটিরও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশে উত্সর্গ করবেন। এই প্রকল্পগুলির মাধ্যমে তামিলনাড়ুর দক্ষিণ প্রান্তের সংযোগ ও অবকাঠামো ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

এদিকে, চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজন বলেন, “প্রধানমন্ত্রী মোদির আগমন আমাদের জন্য গর্বের। তিনি যে প্রকল্পগুলি উদ্বোধন করতে চলেছেন, সেগুলি কোটি কোটি টাকার এবং এই অঞ্চলের সঙ্গে গোটা দেশের সংযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে।” তুতিকোরিনে আজকের কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা এবং প্রস্তুতির ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।