"দেশ সবকিছু দেখছে ,আর তার পরিনাম আপনারা ভোগ করছেন " -কটাক্ষ মোদীর

"কংগ্রেস নেতাদের আচরণেই মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছিল" কটাক্ষ মোদীর "দেশ সবকিছু দেখছে ,আর তার পরিনাম আপনারা ভোগ করছেন "

author-image
Shroddha Bhattacharyya
New Update
Breaking News

BREAKING NEWS : রাজ্যসভায় বক্তব্য পেশ করতে গিয়ে কংগ্রেসের উপর একাধিক অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী।  তিনি বলেন, "কংগ্রেস আজও ভোকাল ফর লোকাল বলতে লজ্জা পায়। আত্মনির্ভর ভারতের কথা বলতে এঁদের কষ্ট হয়। যুব সমাজ, নারী, গরীব ও কৃষকদের আমরা গুরুত্ব দিয়েছি।" কংগ্রেসকে আক্রমণ করে আরও বলেন তাদের নেতাদের কারণেই নাকি সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে।