৫০০ জন গ্রেফতার, শান্তি ফিরিয়ে আনতে তৎপর বিজেপি সরকার! সাবধান, আগুনে ঘি ঢালবেনা না-অবশেষে মণিপুর নিয়ে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীর

রাজ্যসভায় মণিপুর প্রসঙ্গে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
Aniruddha Chakraborty
New Update
BGRW

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যসভায় মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, "সরকার মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১১ হাজারের বেশি এফআইআর দায়ের করা হয়েছে এবং ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। মণিপুরে হিংসার ঘটনা ক্রমাগত কমছে। আজ রাজ্যে স্কুল, কলেজ, অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা রয়েছে। শান্তি ফেরাতে সব পক্ষের সঙ্গে কথা বলছে কেন্দ্র ও রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে বেশ কয়েক সপ্তাহ অবস্থান করেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় মণিপুরকে সবরকম সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকার। আজ এনডিআরএফের দুটি দল মণিপুরে পৌঁছেছে। আমি সতর্ক করে দিচ্ছি, যারা আগুনে ঘি ঢালার চেষ্টা করছে, মণিপুর তাদের প্রত্যাখ্যান করবে। কংগ্রেস মণিপুরে ১০ বার রাষ্ট্রপতি শাসন জারি করেছিল।" 

publive-image

Adddd