রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা

ঝাড়খণ্ডে আদিবাসী সমাজের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক ও প্রোটোকল-নির্ভরতা থেকে মুক্ত থাকার জন্য বিশেষ সম্মান।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-12-01 11.34.44 AM

নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভায় আজ এক আবেগময় বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপালকে উদ্দেশ করে তাঁর কাজের ধরন ও সাধারণ মানুষের সঙ্গে সংযোগের প্রশংসা করেন। তিনি বলেন, “ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন তা সত্যিই অনন্য। ছোট ছোট গ্রামেও আপনি পৌঁছে গিয়েছেন। হেলিকপ্টার থাকুক বা না থাকুক, যে যানই পাওয়া গেছে তাতেই আপনি যাত্রা করেছেন, রাতেও ছোট জায়গায় থেমে থেকে মানুষের কথা শুনেছেন।”

প্রধানমন্ত্রী জানান, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও এই কার্যকলাপ গর্বের সঙ্গে তাঁর কাছে উল্লেখ করতেন। মোদীর কথায়, “আপনার সেবার মনোভাব সবসময়ই আমাদের অনুপ্রাণিত করে এবং রাজ্যপাল হিসেবে আপনি তা আরও উচ্চতায় তুলে নিয়ে গেছেন।”

মোদী আরও বলেন, অনেকেই পদমর্যাদার ভার বা প্রোটোকলের জটিলতায় আটকে যান, কিন্তু তিনি লক্ষ্য করেছেন—“আপনার সঙ্গে প্রোটোকলের কোনও সম্পর্ক নেই। আপনি মানুষের সেবাই সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে দেখেন।”

রাজ্যসভায় প্রধানমন্ত্রীর এই মন্তব্য সরকারি মহল থেকে রাজনৈতিক পরিমণ্ডল—উভয় ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।