/anm-bengali/media/media_files/l1x6KTjTB4zGTv6Cp5wb.jpg)
নিজস্ব সংবাদদাতা: আরএসএসকে ফের নিষিদ্ধ করা উচিত কি না—প্রশ্ন উঠতেই বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর সাফ কথা, এটা তাঁর ব্যক্তিগত মত হলেও তিনি খোলাখুলিই বলেন—আরএসএস–এর উপর ফের নিষেধাজ্ঞা জারি হওয়া উচিত। খাড়গের দাবি, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল যে মত প্রকাশ করেছিলেন, প্রধানমন্ত্রী যদি সত্যিই সেই ভাবনাকে সম্মান করেন, তবে আরএসএসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/15/pm-modi-2025-08-15-12-32-14.jpg)
খাড়গে অভিযোগ করেন, দেশে যে সব অশান্তি, আইনশৃঙ্খলার সমস্যা এবং ভুল কাজ হচ্ছে, তার পিছনে বিজেপি এবং আরএসএসই মূল দায়ী। তাঁর কথায়, দেশের সামাজিক পরিবেশ নষ্ট করছে এই দুই সংগঠন, আর তাই দেশকে বাঁচাতে কড়া ব্যবস্থা জরুরি।
রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তীব্র আলোড়ন। বিজেপির প্রতিক্রিয়া এখন বড় চর্চার বিষয়, আর কংগ্রেস শিবিরে বাড়ছে উত্সাহ—খাড়গের এ মন্তব্য যে ভোটের আগে বড় রাজনৈতিক বার্তা, সে নিয়ে সন্দেহ নেই। দেশে নতুন করে আরএসএস নিষিদ্ধ হলে কী হতে পারে, সেই নিয়েও জনমনে প্রশ্ন জাগছে। রাজনৈতিক উত্তাপ বাড়তে চলেছে—এটাই এখন স্পষ্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us