সীতামঢ়ির জনসভায় রসিকতা প্রধানমন্ত্রী মোদীর — “বিহারের নির্বাচনে ডুবে যাওয়ার অনুশীলন করছে বিরোধীরা”

“বড় বড় লোক এসেছেন মাছ দেখতে, জলে ডুব দিচ্ছেন… বিহারের ভোটে হারার প্রস্তুতি নিচ্ছেন”—রসাত্মক মন্তব্যে হাসির রোল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-08 12.32.21 PM

নিজস্ব সংবাদদাতা: সীতামঢ়িতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-কে ঘিরে এক রসিক মন্তব্য করেন। তিনি বলেন, “বড় বড় লোকও এখানে মাছ দেখতে আসছেন, জলে ডুব দিচ্ছেন… বিহারের নির্বাচনে ডুবে যাওয়ার প্র্যাকটিস করছেন।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে হাসির রোল পড়ে যায়। মোদীর এই কৌতুকপূর্ণ ইঙ্গিত স্পষ্টভাবে বিরোধীদের উদ্দেশে ছিল। তিনি বলেন, “বিহারের জনগণ উন্নয়ন ও সুশাসনের পক্ষে দাঁড়িয়েছে, আর বিরোধীরা শুধু জলেই ভাসছে, মাটিতে নয়।” মোদী আরও যোগ করেন, “বিহারের মানুষ এখন বোঝে কে কাজ করে আর কে শুধু কথা বলে। এনডিএ সরকারই রাজ্যকে নতুন দিক দিয়েছে—রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন—সবক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে।”