'পিএম বিশ্বকর্মা'! ফুল দিয়ে প্রণাম করলেন মোদী

আজ নিজের জন্মদিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারমধ্যে অন্যতম হল পিএম বিশ্বকর্মা প্রকল্প।

author-image
Anusmita Bhattacharya
17 Sep 2023 আপডেট করা হয়েছে 18 Sep 2023
modivishwakarma

নিজস্ব সংবাদদাতা: আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিন। অন্যদিকে আগামীকাল বিশ্বকর্মা জয়ন্তী। এই শুভদিন উপলক্ষ্যে নরেন্দ্র মোদী দিল্লির দ্বারকায় অবস্থিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সপো সেন্টারে একটি নতুন প্রকল্প 'পিএম বিশ্বকর্মা' চালু করার আগে ভগবান বিশ্বকর্মাকে পুষ্পস্তবক অর্পণ করলেন।