'এ প্লাস' রেটিং! আরবিআই গভর্নরকে অভিনন্দন মোদীর

আরবিআই গভর্নর শ্রী শক্তিকান্ত দাসের প্রশংসা করলেন মোদী।

author-image
Aniruddha Chakraborty
New Update
pm modi.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ গ্লোবাল ফাইন্যান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড২০২৩-এ 'এ প্লাস' রেটিং পাওয়ায় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আরবিআই গভর্নর শ্রী শক্তিকান্ত দাসকে অভিনন্দন। এটি ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত, যা বিশ্ব মঞ্চে আমাদের আর্থিক নেতৃত্বকে প্রতিফলিত করে। তাঁর নিষ্ঠা এবং দৃষ্টিভঙ্গি আমাদের দেশের প্রবৃদ্ধির গতিপথকে আরও শক্তিশালী করে চলেছে।" 

আরবিআইয়ের এক টুইটের জবাবে মোদী বলেন, "আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে গ্লোবাল ফাইন্যান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড ২০২৩-এ গভর্নর শ্রী শক্তিকান্ত দাসকে 'এ প্লাস' রেটিং দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তিন গভর্নরের তালিকার শীর্ষে রয়েছেন শ্রী শক্তিকান্ত দাস।