"পাকিস্তানের ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছি!" — বিহারে গর্জে উঠলেন মোদী!

এবার বিহার থেকে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
PM Modi

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার বিহারের কারাকাটে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, "অপারেশন সিঁদুর"-এ পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি ও জঙ্গি ঘাঁটি কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। তিনি বলেন, এটাই ‘নতুন ভারত’ যার জবাব আসছে বজ্রপাতের মতো।

প্রধানমন্ত্রী আরও জানান, এর আগেও বিহারে বক্তব্য রাখার সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শহিদদের রক্তের বদলা নেওয়া হবে। আজ, সেই বিহারের মাটিতে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন যে সেই প্রতিশোধ এখন সম্পূর্ণ হয়েছে।

Modi

তিনি বলেন, “যাদের উপর ভরসা করে জঙ্গিরা ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করত, সেই পাকিস্তান সেনাকে আমাদের সেনাবাহিনী এক ঝটকায় মাটিতে নামিয়ে এনেছে। একের পর এক এয়ারবেস এবং জঙ্গি ঘাঁটি কয়েক মিনিটের মধ্যেই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে।”

মোদীর দাবি, এটাই নতুন ভারতের শক্তি, যে মাথা নোয়ায় না— মাথা নিচু করায়।