নিজস্ব সংবাদদাতা: অযোধ্যা—এই পবিত্র নগরী থেকেই শনিবার দেশের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Ayodhya–র রামমন্দিরে ধ্বজারোহণের ঐতিহাসিক মুহূর্তে তিনি বলেন, রাম কোনও সাধারণ ব্যক্তি নন, রাম হলেন এক মহান মূল্যবোধের প্রতীক। তাই উন্নত ভারত গড়ার স্বপ্ন পূরণ করতে হলে রামের নীতি, আদর্শ ও চরিত্রকে নিজের ভিতরে ধারণ করতে হবে প্রতিটি নাগরিককে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/25/pm-modi-on-ram-mandir-2025-11-25-13-18-13.png)
তিনি জানান, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনের যাত্রা রামচেতনার মূল্যবোধেই এগোবে। এ দিনকে ‘সঙ্কল্পের সবচেয়ে শুভ মুহূর্ত’ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অযোধ্যার আকাশে উড়তে থাকা রামধ্বজের মধ্য দিয়ে মোদি এক নতুন যুগের সূচনা ঘোষণা করেন—যেখানে ভারতকে এগিয়ে নিয়ে যাবে রামনাম নয়, রামের আদর্শ।
অযোধ্যার এই বার্তায় দেশজোড়া আলোড়ন, তীব্র আবেগ এবং রাজনৈতিক তাৎপর্য তৈরি হয়েছে দেশের নানা প্রান্তে।
“রাম কোনও ব্যক্তি নন, মূল্যবোধ”—অযোধ্যায় ধ্বজারোহণে আবেগঘন মোদি
অযোধ্যার ধ্বজারোহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, রাম কোনও ব্যক্তি নন—রাম এক মূল্যবোধ। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়তে হলে প্রতিটি ভারতবাসীর ভিতরে রামের আদর্শ জাগাতে হবে।
নিজস্ব সংবাদদাতা: অযোধ্যা—এই পবিত্র নগরী থেকেই শনিবার দেশের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Ayodhya–র রামমন্দিরে ধ্বজারোহণের ঐতিহাসিক মুহূর্তে তিনি বলেন, রাম কোনও সাধারণ ব্যক্তি নন, রাম হলেন এক মহান মূল্যবোধের প্রতীক। তাই উন্নত ভারত গড়ার স্বপ্ন পূরণ করতে হলে রামের নীতি, আদর্শ ও চরিত্রকে নিজের ভিতরে ধারণ করতে হবে প্রতিটি নাগরিককে।
তিনি জানান, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনের যাত্রা রামচেতনার মূল্যবোধেই এগোবে। এ দিনকে ‘সঙ্কল্পের সবচেয়ে শুভ মুহূর্ত’ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অযোধ্যার আকাশে উড়তে থাকা রামধ্বজের মধ্য দিয়ে মোদি এক নতুন যুগের সূচনা ঘোষণা করেন—যেখানে ভারতকে এগিয়ে নিয়ে যাবে রামনাম নয়, রামের আদর্শ।
অযোধ্যার এই বার্তায় দেশজোড়া আলোড়ন, তীব্র আবেগ এবং রাজনৈতিক তাৎপর্য তৈরি হয়েছে দেশের নানা প্রান্তে।