CCS বৈঠকে মোদী, অমিত, রাজনাথ— সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত আজ?

অপারেশন সিঁদুর ও যুদ্ধবিরতির পরে আজ CCS বৈঠকে মুখোমুখি মোদী, অমিত, রাজনাথ। পাকিস্তান সীমান্ত ও POK পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা।

author-image
Debapriya Sarkar
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সীমান্তে যুদ্ধবিরতির পরে আজ সকাল ১১টায় বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (CCS)-র বৈঠক। এই বৈঠকের নেতৃত্ব দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, গোয়েন্দা দফতরের তরফে প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ ইনপুট দেওয়া হবে এই বৈঠকে।

Modi

সীমান্তে কয়েকদিনের উত্তেজনার পর আজকের এই বৈঠককে কেন্দ্র করে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও দেশের পশ্চিম সীমান্ত ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ একাধিক শীর্ষ নিরাপত্তা আধিকারিক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকে পরবর্তী কৌশল এবং সীমান্তে নিরাপত্তা বাড়ানো নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার।