New Update
/anm-bengali/media/media_files/2025/08/17/modi-in-delhi-2025-08-17-21-19-34.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র ভাষায় বিরোধীদের আক্রমণ করেন এবং দিল্লি ও গোটা দেশের উন্নয়নের জন্য তাঁর সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
মোদী বলেন, “কিছু লোক সংবিধান নিয়ে নাচানাচি করে। অথচ তাঁদের শাসনামলে তারাই সংবিধানকে পিষে দিয়েছিল।” তিনি আরও জানান, অতীতে শ্রমিকদের শোষণ করার জন্য নানা ফাঁপা আইন চালু ছিল। উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের একসময় এমন আইন মানতে হতো, যাতে কাজ করতে না এলে তাঁদের এক মাসের জন্য জেলে পাঠানো যেত। তাঁরা কি পরিচ্ছন্নতা কর্মীদের মানুষ বলে ভাবতেন? আমাদের সরকার এই ধরনের অন্যায় আইন বাতিল করেছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
তিনি প্রতিশ্রুতি দেন যে, রাজধানী দিল্লিকে এমনভাবে উন্নত করা হবে যাতে মানুষ মনে করে এটি এক উন্নত ভারতের রাজধানী। তাঁর বক্তব্য, “আমি শপথ নিয়েছি দিল্লিকে আরও ভালো শহর হিসেবে গড়ে তুলব।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us