“শ্রমিকদের জেলে পাঠাত আইন”—পুরনো সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনসভায় পূর্ববর্তী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
modi  in delhi


নিজস্ব সংবাদদাতা: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র ভাষায় বিরোধীদের আক্রমণ করেন এবং দিল্লি ও গোটা দেশের উন্নয়নের জন্য তাঁর সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

মোদী বলেন, “কিছু লোক সংবিধান নিয়ে নাচানাচি করে। অথচ তাঁদের শাসনামলে তারাই সংবিধানকে পিষে দিয়েছিল।” তিনি আরও জানান, অতীতে শ্রমিকদের শোষণ করার জন্য নানা ফাঁপা আইন চালু ছিল। উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের একসময় এমন আইন মানতে হতো, যাতে কাজ করতে না এলে তাঁদের এক মাসের জন্য জেলে পাঠানো যেত। তাঁরা কি পরিচ্ছন্নতা কর্মীদের মানুষ বলে ভাবতেন? আমাদের সরকার এই ধরনের অন্যায় আইন বাতিল করেছে।”

modi

তিনি প্রতিশ্রুতি দেন যে, রাজধানী দিল্লিকে এমনভাবে উন্নত করা হবে যাতে মানুষ মনে করে এটি এক উন্নত ভারতের রাজধানী। তাঁর বক্তব্য, “আমি শপথ নিয়েছি দিল্লিকে আরও ভালো শহর হিসেবে গড়ে তুলব।”