দেশে প্রযুক্তিগত উন্নয়নে নারিশক্তির অবদান, বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রীর

দেশের নারীদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
Probha Rani Das
New Update
pm nar modii.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে সশক্তি নারী-বিকশিত ভারত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমি বিশ্বাস করি যে 'নারীশক্তি' এই একবিংশ শতাব্দীতে ভারতের প্রযুক্তিগত বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে। আজ আমরা আইটি সেক্টর, মহাকাশ ক্ষেত্র এবং বিজ্ঞান ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিভাবে ভারতীয় মহিলারা নিজেদের নাম তৈরি করছেন।

narendra mdii pkm.jpg

তিনি আরও বলেছেন, “মহিলা কমার্শিয়াল পাইলটের সংখ্যার নিরিখে ভারত বিশ্বে প্রথম স্থানে। আকাশে উড়ান হোক বা কৃষির ড্রোন, ভারত কন্যা কারও থেকে পিছিয়ে নেই। 'নমো ড্রোন দিদি' প্রকল্প সেই মহিলাদের জন্য এই দক্ষতাগুলি শেখার অনেক সুযোগ উন্মুক্ত করবে। সেলফ-হেলফ গ্রুপের (এসএইচজি) সাথে জড়িত মহিলাদের কঠোর পরিশ্রম এসএইচজিকে জাতি গঠনের অন্যতম প্রধান গোষ্ঠীতে পরিণত করেছে।

Add 1

স্ব

স

Addd 3