প্রধানমন্ত্রী ও তাঁর ক্রোয়েশিয়া সফর, টুইটে ধরা পড়লো আবেগঘন মুহুর্ত

ভারতীয়দের কাছ থেকে পেলেন উষ্ণ অভ্যর্থনা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gtu3OSFWkAAYmf8

File Picture

নিজস্ব সংবাদদাতা: ক্রোয়েশিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে প্রবাসী ভারতীয়দের কাছ থেকে পেলেন উষ্ণ অভ্যর্থনা।

এদিন সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, "ক্রোয়েশিয়ার ভারতীয় সম্প্রদায় ক্রোয়েশিয়ার অগ্রগতিতে অবদান রেখেছে এবং ভারতে তাদের শিকড়ের সাথেও যোগাযোগ রেখেছে। জাগরেবে, আমি ভারতীয় সম্প্রদায়ের কিছু সদস্যের সাথে আলাপ করেছি, যারা আমাকে অবিস্মরণীয় স্বাগত জানিয়েছেন। এই সফর এবং আমাদের দেশগুলির মধ্যে এই বন্ধনকে আগের চেয়ে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এর প্রভাব অতুলনীয়। এখানকার ভারতীয় সম্প্রদায়ের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে!"

Gtu3PokXQAACQBG