সন্ত্রাসবাদ নিয়ে বিরাট বার্তা প্রধানমন্ত্রী মোদীর

আজ বুধবার সকল অপেক্ষার অবসান ঘটিয়ে জি-২০ পর্যটন মন্ত্রীদের বৈঠকে ভার্চুয়ালি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী। আজকের এই বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন মোদী।

author-image
SWETA MITRA
New Update
modi terror.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)বুধবারজি-২০পর্যটনমন্ত্রীদেরবৈঠকেভার্চুয়ালিভাষণদেন।সময়তিনিবলেন, ‘জি-২০আয়োজনেরসময়আমরাদেশের১০০টিবিভিন্নস্থানে২০০টি বিশেষ সভারআয়োজনকরছি।বলা হয় যে নাকিসন্ত্রাসবাদবিভক্তকরে দেয় সবকিছু, কিন্তুপর্যটনআমাদেরঐক্যবদ্ধকরে।প্রকৃতপক্ষে, পর্যটনেরসর্বস্তরেরমানুষকেসংযুক্তকরারসম্ভাবনারয়েছে, যারফলেএকটিউন্নতসমাজতৈরিহবে।‘ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বারাণসীতে পরিকাঠামো উন্নয়নের পর পর্যটকের সংখ্যা ১০ গুণ বেড়েছে। বিখ্যাত স্ট্যাচু অফ ইউনিটির নির্মাণের এক বছরের মধ্যে ২৭ লাখ পর্যটক এসেছেন। গত নয় বছরে আমরা দেশের সমগ্র পর্যটন ইকোসিস্টেমের উন্নয়নে বিশেষ জোর দিয়েছি।‘