/anm-bengali/media/media_files/WzwkiXf0C1S0ndxM1XS0.webp)
নিজস্ব সংবাদদাতা: জন সুরাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বলেছেন, “আমরাও ছট উৎসব পালন করছি। গত সাড়ে তিন বছর ধরে আমরা মানুষের সঙ্গে থেকে ছট উদযাপন করছি, মানুষের আনন্দে শরিক হচ্ছি।”
তিনি আরও বলেন, “বিহার থেকে মানুষকে কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে হবে—এটা বন্ধ হওয়া উচিত। আমরা প্রতিজ্ঞা করেছি, বিহারের মানুষ যেন নিজেদের রাজ্যেই জীবিকা পায়, নিজেদের সন্তানের ভবিষ্যৎ এখানেই গড়ে তুলতে পারে। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।”
প্রশান্ত কিশোরের দাবি, আগামী ১০ দিনের মধ্যেই বিহারের মানুষ বুঝে যাবেন আসল পরিবর্তন কোথায়। তাঁর ভাষায়, “আমি নিশ্চিত, মানুষ এবার ভোট দেবেন নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য, তাদের চাকরি ও মর্যাদার জন্য।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/AMb58Ygqva0Un9KcPJnA.jpg)
তিনি বলেন, “ছট কেবল উৎসব নয়, এটা বিশ্বাস আর পরিশ্রমের প্রতীক। যেভাবে মা-বোনেরা চারদিন উপবাস থেকে সূর্যদেবকে প্রণাম করেন, তেমনই আমরাও বিশ্বাস করি—যদি আমরা নিষ্ঠা আর পরিশ্রম নিয়ে কাজ করি, বিহারের ভাগ্য বদলানো সম্ভব।”
সূত্রের খবর, প্রশান্ত কিশোরের এই বক্তব্য জন সুরাজ কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। রাজ্যের নানা প্রান্তে তাঁর সভা ঘিরে উচ্ছ্বাসও বাড়ছে। ছট উৎসবের আবহে রাজনৈতিক বার্তাও ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহর পর্যন্ত—যেখানে উৎসবের ভক্তি আর উন্নয়নের ডাক একসঙ্গে মিশে গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us