ধর্মেন্দ্রর প্রয়াণে ভেঙে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী, “আমাদের বড় ভাই চলে গেলেন”

ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোক জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। বললেন, দেশের অন্যতম সেরা শিল্পী ছিলেন তিনি। ‘শোলে’র স্মৃতি মনে করে আবেগঘন বার্তা দিলেন। পড়ুন বিস্তারিত।

author-image
Tamalika Chakraborty
New Update
piyush goyalq2.jpg

নিজস্ব সংবাদদাতা: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে রাজনৈতিক মহল থেকে চলচ্চিত্র জগৎ—সব জায়গায় নেমেছে গভীর শোক। এই দুঃসময়ে নিজের ব্যক্তিগত আবেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, আজ দেশের জন্য অত্যন্ত দুঃখের দিন। ধর্মেন্দ্র শুধু জনপ্রিয় অভিনেতাই নন, সংসদ সদস্য হিসেবে দেশের সেবা করেছেন নিষ্ঠার সঙ্গে। ব্যক্তিগতভাবেও ছিলেন তাঁদের পরিবারের বড়ভাইয়ের মতোই ঘনিষ্ঠ।

Q4JWGR5XIA53DL54UJVIC7CS5I-ezgif.com-effects

ধর্মেন্দ্রর জীবন ও কাজকে স্মরণ করে পীযূষ বলেন, “ওঁর অভিনয় মানুষকে কখনও হাসিয়েছে, কখনও কাঁদিয়েছে। ‘শোলে’ আজও যতবার দেখি, ততবার মনে হয়—ভারতীয় সিনেমার ইতিহাসে এর থেকে বড় ক্লাসিক আর নেই।”

তিনি ধর্মেন্দ্রর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, অভিনেতার স্মৃতি এবং কাজ ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আগামী দিনেও অনুপ্রাণিত করবে।