মোদির বার্তা দিলেন নেতানিয়াহুকে, FTA নিয়ে দ্রুত আলোচনার আহ্বান জানালেন পীযূষ গোয়েল

কেন FTA নিয়ে দ্রুত আলোচনার আহ্বান জানালেন পীযূষ গোয়েল ?

author-image
Debjit Biswas
New Update
a

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন। এই বৈঠকটি দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Screenshot 2025-11-23 4.04.25 PM

বৈঠকের পর পীযূষ গোয়েল তাঁর 'এক্স' হ্যান্ডেলে (পূর্বে টুইটার) বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি লেখেন:"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির উষ্ণ শুভেচ্ছা বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিলাম। মন্ত্রী নীর বরকতের সঙ্গে আমার আলোচনা এবং ৬০ জনেরও বেশি ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত সফল বিজনেস ফোরাম ও সিইও ফোরামের বিষয়ে তাঁকে অবগত করি।"