/anm-bengali/media/media_files/Dz5F7oC37jxfKhSVkX7R.jpg)
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে জেরুজালেমে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হলো ভারত এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) শর্তাবলী চূড়ান্ত হওয়ার ঠিক পরেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/23/screenshot-2025-11-23m-2025-11-23-16-04-48.png)
এই বৈঠকের পর তিনি বলেন,''আমরা বিশ্বাস করি, আমরা দুই কৌশলগত অংশীদার ও বন্ধু, যাঁরা একসঙ্গে কাজ করতে পারি। আমাদের অর্থনীতি একে অপরের পরিপূরক। ইসরায়েল এবং ভারতের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলী চূড়ান্ত হওয়ার পর আমি বিশাল সম্ভাবনা দেখছি। ইসরায়েলের উদ্ভাবনী ক্ষমতা, ভারতের মেধা, দক্ষতা এবং উৎপাদন ক্ষমতার সঙ্গে যুক্ত হলে তা বৈশ্বিক কল্যাণের জন্য এক বহুগুণ শক্তির উৎস (Force Multiplier) হয়ে উঠতে পারে।"
#WATCH | Union Minister Piyush Goyal meets Israeli President Isaac Herzog, in Jerusalem, Israel
— ANI (@ANI) November 23, 2025
Union Minister Piyush Goyal says, "It's truly an honour and a childhood dream come true to visit Israel. It's been a wonderful meeting with all your cabinet colleagues. It has been a… pic.twitter.com/TH9r9x1GtB
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us