New Update
/anm-bengali/media/media_files/MSHzdkFIhqlBnywhe9Yj.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: পিটবুল কুকুরের (Pitbull) নাম শুনলেই ভয়ে পালায় সবাই। তাদের আক্রমণে প্রাণহানিও হতে পারে। আর এবার হরিয়ানায় এক যুবকের গোপনাঙ্গে (Private Part) কামড় দিলো পিটবুল। হরিয়ানার বিজনা গ্রামে ৩০ বছরের যুবকের উপর হামলা করে কুকুরটি। গ্রামবাসীরা জানায়, বিগত কিছু দিন ধরেই ওই পিটবুল হুটহাট কামড়াচ্ছে (Dog Bite) মানুষকে। শেষে রেগে গিয়ে কুকুরটিকেই লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললো গ্রামবাসী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us