BREAKING: লাফিয়ে লাফিয়ে বাড়ছে বন্যপ্রাণীর সংখ্যা ! শিকার করার অনুমোদন চাইবেন বিজয়ন

এ কি বললেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ?

author-image
Debjit Biswas
New Update
pinarayi-vijayan.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার বন্যপ্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে আনার জন্য শিকার নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনের পুনর্বিবেচনা জরুরি বলে মন্তব্য করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন,''মানব সমাজে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকর হলেও, বন্যপ্রাণীর সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। তা নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকর ব্যবস্থা প্রয়োজন।” এরপর তিনি বলেন,''বিশ্বের বহু দেশে বন্যপ্রাণী ব্যবস্থাপনার একটি অংশ হিসেবে শিকারের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে তা নিষিদ্ধ। এই নীতির পুনর্বিবেচনা দরকার এবং সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।”

Kerala-Chief-Minister-Pinarayi-Vijayan