রাজসমন্দে বিস্ফোরকসহ পিকআপ আটক, দু'জন গ্রেপ্তার

নাথদ্বারার শ্রীরণাথজি থানা বিস্ফোরক ও ডেটোনেটরভর্তি একটি পিকআপ আটক করে দুই সন্দেহভাজনকে আটক করেছে, ঘটনার তদন্ত চলছে।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-02 10.43.33 PM

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের রাজসমন্দ জেলার নাথদ্বারার শ্রীরণাথজি পুলিশ স্টেশন বিপুল পরিমাণ বিস্ফোরক ও ডেটোনেটর বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করেছে। ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে পিকআপটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিস্ফোরক সামগ্রী উদ্ধার হওয়ার পরই দুইজনকে আটক করা হয়। কী উদ্দেশ্যে এই বিস্ফোরক রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।