/anm-bengali/media/media_files/4GF9agUf3KRdKCcQJluV.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির বুকে রবিবার সন্ধেয় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ল। ভয়াবহ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যখন শতাধিক মানুষ ইন্ডিয়া গেটে জড়ো হয়েছিলেন, তখন হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে হঠাৎ পিপার স্প্রে ছুড়ে মারেন। এই হামলায় অন্তত তিন থেকে চারজন পুলিশকর্মী আহত হন এবং তাঁদের দ্রুত রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রতিবাদকারীরা দাবি করছিলেন, টানা কয়েক সপ্তাহ ধরে দিল্লির বাতাস বিপজ্জনক পর্যায়ে পৌঁছলেও কেন্দ্র বা রাজ্য—কোনও সরকারই কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই তাঁরা ইন্ডিয়া গেটেই শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। কিন্তু পুলিশ দ্রুত তাঁদের সেখান থেকে সরে যেতে বলে। পুলিশের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিল্লিতে বিক্ষোভের নির্দিষ্ট জায়গা জন্তর মন্তর—ইন্ডিয়া গেটে কোনও জমায়েতের অনুমতি নেই।
পুলিশের অনুরোধ সত্ত্বেও বিক্ষোভকারীরা সরে না গিয়ে ধীরে ধীরে সি-হেক্সাগনের দিকে এগোতে থাকেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুলিশের দাবি, ওই ব্যারিকেডের পিছনেই আটকে ছিল অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবার গাড়ি, যাদের দ্রুত বেরিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু বিক্ষোভকারীরা পরিস্থিতি বোঝেননি, উলটে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/09/delhi-pollution-a-2025-11-09-21-26-31.png)
অফিসারেরা যখন তাঁদের সরানোর চেষ্টা করেন, তখনই আচমকা কয়েকজন বিক্ষোভকারী পুলিসের উপর লক্ষ্য করে পিপার স্প্রে ছুড়ে দেয়। চোখ জ্বালা, শ্বাসকষ্ট—একসময়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় গোটা এলাকায়। পরিস্থিতি যাতে আরও না বেধড়ে যায়, সেজন্য পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যায়।
দিল্লির দূষণ-কাণ্ডে যখন রাজধানী উত্তাল, তখন পুলিশের উপর হামলার এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা প্রশ্নে উঠছে নানা মন্তব্য, আর শহরের নাগরিকরা আরও আতঙ্কিত হয়ে পড়ছেন অক্সিজেনহীন রাজধানীর ভবিষ্যৎ নিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us