লেপার্ডের আক্রমণে মৃত্যু ১৩ বছরের কিশোর! জন ক্ষোভে উত্তাল মহারাষ্ট্র হাইওয়ে

মহারাষ্ট্রে চিতাবাঘের হামলায় ১৩ বছরের কিশোরের মৃত্যুতে ফেটে পড়ল জনরোষ। পুনে-নাসিক হাইওয়ে অবরোধ, দাবির সুর— প্রশাসনকে গ্রামে নামতেই হবে। ২৫ বছরে ৫৬ জনের মৃত্যু দাবি আন্দোলনকারীদের।

author-image
Tamalika Chakraborty
New Update
people protest

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের পুনে গ্রামীণ এলাকায় ফের  লেপার্ডের হামলায় প্রাণ গেল এক কিশোরের। সোমবার রাতে ১৩ বছরের ওই ছেলেটিকে হঠাৎ টেনে নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে বন্য পশুটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভয়াবহ এই ঘটনার পর মঙ্গলবার ভোর থেকেই বিস্ফোরণ রূপে রাস্তায় নেমে আসে গ্রামবাসীরা। পুনে-নাসিক এক্সপ্রেসওয়ে অবরোধ করে দাবি তোলা হয়— সরকারের দায়িত্ব শেষ নয়, তাদের মাঠে নেমে পরিস্থিতি বুঝতে হবে।

গ্রামবাসীদের অভিযোগ, লেপার্ডের সংখ্যা ভয়ংকরভাবে বেড়েছে। রাতে-বেলায় তো বটেই, দিনের আলোতেও হামলার আশঙ্কা তৈরি হয়েছে। খাদ্যের টানেই নাকি জনবসতির দিকে নেমে আসছে বন্যপ্রাণ। কিন্তু প্রশাসন শুধু কাগজে কলমেই আশ্বাস দিয়ে যাচ্ছে— অভিযোগ স্থানীয়দের।

এনসিপি-এসপি নেতা দেবদত্ত নিকম বলেন, “গত ২৫ বছরে এই অঞ্চলে প্রায় ৫৫-৫৬ জনের মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছে। সরকার স্থানীয়দের সঙ্গে কথা বলুক, পরিস্থিতি দেখুক। আজ কথা না বললে এই রাস্তা ছাড়ার প্রশ্নই নেই।”

royal-bengal-tiger-joynagar_480x480

অবরোধে যানজট দীর্ঘ হয়, আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যেও। তবে আন্দোলনকারীরা স্পষ্ট— জীবন ও নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, পরিস্থিতি যে গুরুতর এবং দীর্ঘস্থায়ী হতে চলেছে তা পরিষ্কার। মানবজীবন, বন্যপ্রাণ ও প্রশাসনের দায়— তিনের ভারসাম্য কীভাবে রক্ষা হবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে তীক্ষ্ণ।