“বিহারের জনগণ মোদী-নিতীশ জুটিকে আশীর্বাদ দিচ্ছেন”— অমৃতসরে বিজেপি নেতা তরুণ চুঘ

“দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এনডিএ আবার সরকার গঠন করবে, জঙ্গলরাজের প্রতিনিধি প্রত্যাখ্যাত হবেন”— মন্তব্য তরুণ চুঘের।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের অমৃতসরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জাতীয় সম্পাদক তরুণ চুঘ দাবি করেছেন, আসন্ন বিহার নির্বাচনে জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রাখছেন।

চুঘ বলেন, “বিহারের জনগণ খোলাখুলিভাবে মোদী-নিতীশ জুটিকে আশীর্বাদ দিচ্ছেন। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ আবারও সরকার গঠন করবে।” তিনি আরও বলেন, “বিহারের মানুষ সেই জঙ্গলরাজের প্রতিনিধিদের প্রত্যাখ্যান করবে, যারা উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মোদী ও নিতীশের যুগল নেতৃত্বে বিহার স্থিতিশীলতা, উন্নয়ন ও সুশাসনের পথে এগোচ্ছে।”