মোদীঃ 'একেই হয়তো ভালোবাসা বলে'

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গোরক্ষপুরের রাস্তায় জনজোয়ার দেখা যায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গিয়ে শুক্রবার গীতা প্রেসের অনুষ্ঠান থেকে শুরু করে নানা অনুষ্ঠানে অংশ নিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য প্রধানমন্ত্রীকে শহরের বিভিন্ন জায়গা যেতে হয়। আজ যেখান দিয়ে তিনি যাচ্ছিলেন সেখানকার মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

কোনও কোনও জায়গায় প্রধানমন্ত্রী মোদীর কনভয়কে লক্ষ্য করে রাস্তার দু-ধারে থাকা মানুষদের ফুল ছুঁড়তে দেখা যায় তো কোথাও শোনা যায় মোদী মোদী ধ্বনি। তবে এক জায়গায় প্রচণ্ড বৃষ্টির মধ্যেও অসংখ্য মানুষ ও বিজেপি কর্মী-সমর্থক রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান।