Train Accident: NDRF-কে কুর্ণিশ সকলের

বালাসোরে ট্রেন দুর্ঘটনার পর অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে একাধিক উদ্ধারকারী দল। সেনা থেকে শুরু করে এসডিআরএফ, এনডিআরএফ (NDRF) সকলেই উদ্ধারকার্যে নিয়োজিত হয়ে পড়েছিল।

author-image
SWETA MITRA
New Update
ndrfss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরে ট্রেন দুর্ঘটনার পর অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে একাধিক উদ্ধারকারী দল। সেনা থেকে শুরু করে এসডিআরএফ, এনডিআরএফ (NDRF) সকলেই উদ্ধারকার্যে নিয়োজিত হয়ে পড়েছিল। এদিকে এনডিআরএফ-এর এহেন তৎপরতাকে কুর্ণিশ জানিয়েছেন সকলে। আজ সোমবার এনডিআরএফ-এর আইজি নরেন্দ্র সিং বুন্দেলা সংবাদমাধ্যমকে বলেন, "ওড়িশার বালাসোরে কাজ করা এনডিআরএফের নয়টি দলকে প্রত্যাহার করা হয়েছে।“ দেখুন ভিডিও...