Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/02/19/4HhYHrPpo4pXLJeAamdC.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ- কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি যৌথ বিবৃতি দিতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন যে, ''শান্তির অর্থ কখনোই ইউক্রেনের আত্মসমর্পণ হতে পারে না।'' অর্থ্যাৎ নিজের এই বক্তব্যের মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্ব বজায় রাখার প্রতি নিজের জোরালো অবস্থান ব্যক্ত করলেন ইমানুয়েল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
Peace must not mean surrendering Ukraine, Macron says alongside Trump https://t.co/OiatbjQq0L
— BBC News (World) (@BBCWorld) February 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us