BREAKING : জঙ্গিদের বাড়ি ভাঙতে গিয়ে, সাধারণ মানুষের বাড়ি ভাঙা উচিৎ নয় ! ফের বিতর্কিত মন্তব্য করলেন মেহবুবা মুফতি

কি বললেন পিডিপি চিফ মেহবুবা মুফতি ?

author-image
Debjit Biswas
New Update
Mehbooba Mufti

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন পিডিপি চিফ মেহবুবা মুফতি। তিনি বলেন,''পহেলগাঁও-এর হামলা একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এতে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং এটি আসলে এমন একটি ঘটনা  যা আমাদের সকলের প্রত্যাশার বাইরেই ছিল।”

mehbooba muftit1.jpg

এরপর তিনি বলেন,''এই ঘটনার পর স্থানীয় বহু মানুষকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের বাড়ি ভাঙার সময় সাধারণ মানুষের বাড়িও ভেঙে ফেলা হয়েছে, যা একেবারেই উচিৎ নয়। সন্ত্রাসীদের মোকাবিলা করতে গিয়ে যেন কোনও নিরপরাধ মানুষের ঘরবাড়ি না ভাঙা হয়, তা সরকারকে নিশ্চিত করতে হবে।”