ইন্ডিয়া জোট ২৯৫ আসন...এনডিএ শরিকদের ভাঙলেই মসনদে জোট সরকার! চলছে খেলা

ইন্ডিয়া জোটের আসন নিয়ে বড় মন্তব্য করলেন পবন খেরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
khera modi.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ এনডিএ শরিকদের সঙ্গে তাঁদের যোগাযোগ আছে কিনা, এই প্রশ্নের উত্তরে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, "পর্দার আড়ালে ঘটে যাওয়া সব কিছুই প্রকাশ্যে আনা হয় না।" 

ক্মন

তিনি বলেন, "আমরা একই লক্ষ্য রাখছি (২৯৫ টি আসনের), যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আমরা অবশ্যই ২৯৫ এ পৌঁছে যাব। কেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সময়মতো ফলাফল আপলোড করা হচ্ছে না? আমরা সরকার গঠনের মতো অবস্থানে থাকব বলে আমরা আত্মবিশ্বাসী।" 

Add 1