সংসদ স্ট্রিট প্রতিবাদ মামলা: অভিযুক্তদের পুলিশি হেফাজতের আবেদন খারিজ, ১ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত

কি সিদ্ধান্ত নিল কোর্ট ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : নয়াদিল্লির পাটিয়ালা হাউস আদালত 'সংসদ স্ট্রিট প্রতিবাদ মামলা'য় ধৃত অভিযুক্তদের ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন খারিজ করে দিয়েছে। আদালত অভিযুক্তদের আগামী সোমবার, ১ ডিসেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠানোর নির্দেশ দিয়েছে।

456675-pti06272024000172b

পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছিল, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের নির্দেশের পর অভিযুক্তদের পাটিয়ালা হাউস কোর্ট থেকে বের করে নিয়ে আসা হয়। এই মামলার সঙ্গে যুক্ত ৯ জন অভিযুক্তকে আদালত গতকালই জামিন মঞ্জুর করেছিল।