New Update
/anm-bengali/media/media_files/2024/12/17/C0MGD7eMvkLmzMSIoMQd.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে দ্রুতগতিতে ছুটছিল পিক-আপ ভ্যান। হাবড়া থেকে হাওড়ার অঙ্কুরহাটি হাটের দিকে যাচ্ছিল মালবোঝাই গাড়িটি। প্রচুর পরিমাণে কাপড় ছিল গাড়িটিতে। মালপত্রের উপর বসেছিলেন 6 শ্রমিক। কিন্তু গন্তব্যে পৌঁছনো আর হল না। (শুক্রবার) ভোররাত সাড়ে তিনটে নাগাদ বালির নিবেদিতা সেতুর লালবাড়ির সামনে আচমকাই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা !
পুলিশ সূত্রে খবর, চলন্ত গাড়ির একটি টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। গাড়িটি ব়্যাম্পের রেলিং ভেঙে উল্টে যায়। 6 জন শ্রমিকই গাড়ির মাথাতেই বসেছিলেন। গাড়িটি উল্টে রেলিং পেরিয়ে পঞ্চাননতলা রোডে পড়ে যায় ৷ তার জেরে প্রায় 40 ফুট নীচে ছিটকে পড়েন শ্রমিকরা ৷
/anm-bengali/media/media_files/2024/11/01/oFfL0fq5BWyJ7U30hh6T.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us