New Update
/anm-bengali/media/media_files/ecE9diaaG8Nt72hFICip.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে (Delhi) প্রবল বৃষ্টি। রাজধানীতে কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। জল জমেছে দিল্লির সড়কে। যার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। এর মধ্যেই জানা গেল, প্রবল বৃষ্টির কারণে দিল্লির কালকাজি এলাকায় ভেঙে পড়েছে কলেজের পাঁচিল।
শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। শনিবারেও রাজধানীর বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। তার জেরেই এই ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। দিল্লির কালকাজি এলাকায় অবস্থিত দেশবন্ধু কলেজের পেছনের পাঁচিল। ওই এলাকায় প্রচুর গাছ ভেঙে পড়েছে। পাঁচিলের ধারে দাঁড় করানো ছিল গাড়ি। সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
#WATCH | Due to heavy rainfall, the back side wall of Deshbandhu College located in Kalkaji area of Delhi collapsed. pic.twitter.com/IhMTtAPqeZ
— ANI (@ANI) July 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us