পাটনায় পাপ্পু যাদবের দাবি

“রাহুল গান্ধি মুখ্যমন্ত্রী হলে, একজন দলিত ও একজন সংখ্যালঘু হবেন উপমুখ্যমন্ত্রী” — পাপ্পু যাদব।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-25 11.08.04 AM

নিজস্ব সংবাদদাতা: পুরনিয়া থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ পাপ্পু যাদব ঘোষণা করেছেন যে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি মুখ্যমন্ত্রী হলে তাঁর সরকারে একজন দলিত ও একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি উপমুখ্যমন্ত্রী হবেন।

পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপ্পু যাদব বলেন, “আমাদের নেতা রাহুল গান্ধি এমন এক সরকার গঠন করবেন যেখানে দলিত ও সংখ্যালঘু— দুই সম্প্রদায়ের মানুষই সমান মর্যাদা ও প্রতিনিধিত্ব পাবেন। প্রতিটি অবস্থাতেই একজন উপমুখ্যমন্ত্রী হবেন দলিত সম্প্রদায় থেকে এবং একজন সংখ্যালঘু সম্প্রদায় থেকে।”

তিনি আরও জানান, কংগ্রেসের লক্ষ্য হল সমাজের প্রান্তিক ও অবহেলিত অংশকে রাজনৈতিক মূলস্রোতে যুক্ত করা। এই পদক্ষেপের মাধ্যমে দলটি সামাজিক ন্যায় ও প্রতিনিধিত্বমূলক রাজনীতির দিকেই এগোচ্ছে বলে মত তাঁর।

রাজনৈতিক মহলে পাপ্পু যাদবের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ বিহারের রাজনৈতিক সমীকরণে দলিত ও সংখ্যালঘু ভোটারদের ভূমিকা সবসময়ই নির্ধারক। এখন দেখার বিষয়, কংগ্রেস এই প্রতিশ্রুতিকে কতটা বাস্তব রূপ দিতে পারে।