বিহার নির্বাচন নিয়ে কি বললেন পাপ্পু যাদব?

তাঁর নেতৃত্বে মহাজোটবন্ধন সুষ্ঠুভাবে চলবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
pappu yadav

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচন নিয়ে অশোক গেহলটের করা মন্তব্যের বিষয়ে এবার প্রতিক্রিয়া দিলেন স্বতন্ত্র সাংসদ পাপ্পু যাদব। এদিন তিনি বলেন, “তিনি যা বলেছেন তা ঠিক। তিনি উদার হৃদয়ের। আমি বিশ্বাস করি যে তাঁর নেতৃত্বে মহাজোটবন্ধন সুষ্ঠুভাবে চলবে। এখন তিনি এখানে আছেন, সবকিছু ঠিকঠাক হবে। তিনি রাহুল গান্ধীর দূত, কংগ্রেস সর্বদা তার জোটকে সম্মান করে। তিনি আজও উদার হৃদয় দেখিয়েছেন। তিনি জোটকে একত্রে রাখবেন”।
আরজেডি নেতা তেজস্বী যাদবের ঘোষণা সম্পর্কেও এদিন পাপ্পু যাদব বলেন, “যদি আমাদের নেতারা ভালো ঘোষণা করেন, তাহলে তাকে তা করতে দিন”।