পঞ্চায়েত দপ্তরের দায়িত্বভার গ্রহণ করেই কি বললেন মন্ত্রী?

প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
deepak-prakash_ce46877ff9ae0b92c3329dd86f872154

File Picture

নিজস্ব সংবাদদাতা: শপথ গ্রহণ শেষে এবার মন্ত্রীসভার দায়িত্ব নেওয়ার পালা। শনিবার বিহারের পঞ্চায়েত দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন মন্ত্রী দীপক প্রকাশ। এদিন মন্ত্রী দায়িত্বভার গ্রহণের পর বললেন, “চলমান প্রকল্প, বাস্তবায়ন এবং নতুন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। নতুন নির্দেশনা জারি করারও প্রয়োজন ছিল। অনেক জায়গায় পঞ্চায়েতি রাজভবন নির্মাণে কাজের মান দেখা গেছে। কাজের মান পর্যবেক্ষণের জন্য পঞ্চায়েত স্তরে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে এই প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করবে”।