হাসপাতালে যাবেন স্ট্যালিন ! ফের বিস্ফোরক মন্তব্য করলেন ই.কে. পালানিস্বামী

হঠাৎ এ কি বললেন এডাপ্পাডি কে পালানিস্বামী ?

author-image
Debjit Biswas
New Update
stalin

নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং ডিএমকে সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন এআইএডিএমকে (AIADMK)-র সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে পালানিস্বামী। তিনি বলেন,''আমি বাসে করে নির্বাচনী সফরে যাচ্ছি বলে স্ট্যালিন ভয় পেয়েছেন। যদি তিনি দেনকানিকোট্টাইয়ের এই জনসমুদ্র দেখেন, তাহলে এতটাই হতবাক হবেন যে, তাকে হয়তো আবার হাসপাতালে ভর্তি হতে হতে পারে।"

 Edappadi Palaniswami