নিজস্ব সংবাদদাতা: নভি মুম্বইয়ের খারঘর এলাকায় একটি ভাড়ার ফ্ল্যাটে মর্মান্তিক হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার এক ৪৫ বছর বয়সী পাকিস্তানি নাগরিক তার ৩৫ বছর বয়সী স্ত্রীকে কিচেন নাইফ দিয়ে নৃশংসভাবে খুন করে পরে নিজেই আত্মহত্যা করেন।
মৃত দম্পতির নাম নোটানদাস ওরফে সঞ্জয় সচদেব এবং স্ত্রী স্বপ্না নোটানদাস। জানা গেছে, দুজনেই পাকিস্তানের নাগরিক এবং দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে বসবাস করছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। খারঘরের একটি ভাড়া ফ্ল্যাটে তাঁরা থাকতেন। সোমবার স্বপ্নার বোন অনেকবার ফোন করেও কোনও সাড়া না পাওয়ায় চিন্তিত হয়ে ফ্ল্যাটে আসেন। দরজা খুলে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে ঢোকেন তিনি এবং দেখতে পান, ঘরের ভিতর রক্তে ভেসে পড়ে আছে দুই দেহ।
ফাইল চিত্র
নভি মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ প্রশান্ত মোহিতে জানিয়েছেন, “ঘটনাস্থলে এসে আমরা দু’জনকেই রক্তাক্ত অবস্থায় পাই। প্রাথমিকভাবে অনুমান, সঞ্জয় প্রথমে স্ত্রীর ওপর আক্রমণ করে খুন করেন এবং পরে নিজেই আত্মঘাতী হন।”
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।