New Update
/anm-bengali/media/media_files/qDolrFXLZ9ff9eAeoYNF.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানে কোন দিক থেকে আক্রমণ করবে ভারত, তা জানতে মরিয়া পাক মুলুক। আর তাই সেই তথ্য নেওয়ার জন্যে মরিয়া হয়ে উঠেছে তারা। এবার ভারতীয় সেনার সাইবার স্পেসে ঢোকার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের। জানা গিয়েছে, ভারতীয় সেনার সাইবার স্পেসেও ঢোকার চেষ্টা করেছে পড়শি দেশ।
/anm-bengali/media/media_files/4pOfy2TceNLH4YNC2WOU.jpg)
জানা গিয়েছে, শ্রীনগর, রানিক্ষেতের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে। আর্মি পাবলিক স্কুল-সহ ভারতীয় সেনার ৪টি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে বলে খবর। আর্মি ওয়েলফেরার হাউজিং অর্গানাইজেশনের ওয়েবসাইটও হামলার চেষ্টা করা হয়েছে। ভারতীয় সেনার ৪টি ওয়েবসাইটও হ্যাকের চেষ্টা করেছে পাকিস্তানি হ্যাকাররা। তবে কোনও ক্ষেত্রেই কোনও লাভ হয়নি বলাই যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us