নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওতে ২৬ জনের নৃশংস হত্যার তদন্তে একের পর এক চমকপ্রদ তথ্য সামনে আসছে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই হামলার মূল অভিযুক্ত হাশিম মুসার সঙ্গে রয়েছে পাকিস্তানি সেনার সরাসরি যোগাযোগ। এমনকি, জানা যাচ্ছে, মুসা একসময় পাকিস্তানি সেনার স্পেশ্যাল ফোর্স ‘প্যারা কমান্ডো’ ছিল।
প্রতিবেদন অনুযায়ী, তদন্তে ধরা পড়েছে, হাশিম মুসা বর্তমানে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হয়ে কাজ করছে। এক গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, লস্করকে পাকিস্তানের স্পেশ্যাল সার্ভিস ফোর্স (SSG) হয়তো মুসার মতো প্রশিক্ষিত সদস্য "ধার" দিতে পারে।
SSG সদস্যরা উচ্চমাত্রায় প্রশিক্ষিত, গোপন অপারেশনে দক্ষ এবং মানসিক-শারীরিকভাবে অত্যন্ত ফিট। অস্ত্র, নিকট লড়াই, এবং বেঁচে থাকার কৌশলে তাঁরা অভ্যস্ত।
প্রশ্ন উঠছে, এই দাবি কতটা বিশ্বাসযোগ্য? প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে ধৃত ১৫ জন ‘ওভার গ্রাউন্ড ওয়ার্কার’-এর জেরায় মুসার সেনা-যোগের তথ্য উঠে এসেছে। এই ওয়ার্কাররা মূলত জঙ্গিদের লজিস্টিক সহায়তা দেয়।
তথ্য অনুযায়ী, গগনগির, বুটা পাথারিসহ একাধিক এলাকায় জঙ্গি কার্যকলাপে মুসার নাম উঠে এসেছে। তার সঙ্গে আরও জড়িত ছিল আরবাজ মীর ও জুনেদ আহমেদ ভাট, যাদের ২০২৪ সালের শেষ দিকে খতম করা হয়। গোয়েন্দারা এখন মুসার সঙ্গে পাকিস্তানের আইএসআই-এর সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us