পহেলগাঁও হামলায় সতর্ক গোটা দেশ, জরুরি ভিত্তিক তল্লাশিতে আটক ৫০০ অবৈধ অভিবাসী

বছরের পর বছর ধরে জাল নথি নিয়ে সুরাটে বসবাস করছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Police

File Picture

নিজস্ব সংবাদদাতা: সুরাট শহরের এসওজি, ডিসিবি, এএইচটিইউ, পিসিবি এবং পুলিশ কর্মীরা গতকাল রাতে একটি চিরুনি তল্লাশি চালায়। তারা ১০০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক করেছে, যাদের সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বছরের পর বছর ধরে জাল নথি নিয়ে সুরাটে বসবাস করছিল। তদন্ত শেষে তাদের সবাইকে বাংলাদেশে পাঠানো হবে বলে এদিন জানান স্পেশাল অপারেশন গ্রুপের ডিসিপি রাজদীপ সিং নাকুম।

অন্যদিকে, এদিন ভোর ৩টা থেকে, আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ, SOG, EOW, জোন ৬ এবং সদর দপ্তরের দলগুলি আহমেদাবাদ শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশী অভিবাসীদের ধরতে একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময়, ৪০০ জনেরও বেশি সন্দেহজনক অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানান ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি অজিত রাজিয়ান।