বিরোধীদের সমালোচনা করে সোচ্চার স্বতন্ত্র দেব সিংহ

‘রাজনীতি আমাদের কাছে সেবা, বিরোধীদের কাছে ব্যবসা’— বক্তব্য UP মন্ত্রীর।

author-image
Aniket
New Update
breaking new 2



নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশের মন্ত্রী স্বতন্ত্র দেব সিংহ আজ বিরোধী দলগুলো—বিশেষ করে সমাজবাদী পার্টি (এসপি) ও কংগ্রেস—কে তীব্র আক্রমণ করে বলেন যে তারা দেশ বা রাজ্যের স্বার্থে কাজ না করে শুধুই বিজেপিকে আক্রমণ করাকেই তাদের রাজনীতির মূল লক্ষ্য বানিয়েছে। তিনি বলেন, বিজেপি কেন্দ্র বা রাজ্যে সরকার গঠন করলেই দরিদ্র মানুষের সেবাকেই প্রধান লক্ষ্য হিসেবে ধরে, কারণ তাদের কাছে রাজনীতি একটি ‘মিশন’, ব্যবসা নয়। এর বিপরীতে এসপি ও কংগ্রেস সবসময়কে জাতপাত, পরিবারতন্ত্র ও আঞ্চলিকতার রাজনীতিকেই গুরুত্ব দেয় বলে দাবি করেন তিনি। নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে এবং কারও কোনো প্রশ্ন থাকলে তা উত্থাপনের সুযোগও রয়েছে।