“জঙ্গলরাজ নয়, উন্নয়নই আমাদের লক্ষ্য”— গোপালগঞ্জে জনসভায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

“জীবিকা দিদিদের অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকে শুরু করে বন্ধ চিনি কল পুনরায় চালু— বিহারের কৃষক ও নারীদের উন্নয়নই এনডিএ সরকারের মূল লক্ষ্য।”

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-01 2.39.32 PM

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের প্রাক্কালে গোপালগঞ্জে এক ভার্চুয়াল জনসভায় বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-এর নেতৃত্বে বিহারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, “ঠিক এখনই প্রধানমন্ত্রী মোদি ও নীতীশজী ১ কোটি ৪১ লাখ জীবিকা দিদির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা স্থানান্তর করেছেন। আগামী দিনে আমরা ধাপে ধাপে প্রত্যেক জীবিকা দিদির অ্যাকাউন্টে মোট ২ লাখ টাকা পাঠাব।”

অমিত শাহ আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদি প্রতি বছর ৮৭ লাখ কৃষককে ৬ হাজার টাকা করে দিচ্ছেন। এনডিএ সরকার ফের ক্ষমতায় এলে এই পরিমাণ বেড়ে ৯ হাজার টাকা হবে। ২০১৪-১৫ সালে ধানের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) ছিল ১,৩১০ টাকা, আজ তা বাড়িয়ে ২,৪০০ টাকায় পৌঁছেছে।”

তিনি পূর্ববর্তী সরকারের শাসনকালের সমালোচনা করে বলেন, “জঙ্গলরাজের সময় অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে। মোদি ও নীতীশ কুমারের সরকার সুশাসন প্রতিষ্ঠা করেছে। আগামী পাঁচ বছরে বিহারের সব বন্ধ চিনি কল পুনরায় চালু করে কৃষকদের সমৃদ্ধির জন্য আমরা কাজ করব।”