/anm-bengali/media/media_files/2025/11/01/screenshot-2025-11-01-22-pm-2025-11-01-14-39-47.png)
নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের প্রাক্কালে গোপালগঞ্জে এক ভার্চুয়াল জনসভায় বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-এর নেতৃত্বে বিহারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, “ঠিক এখনই প্রধানমন্ত্রী মোদি ও নীতীশজী ১ কোটি ৪১ লাখ জীবিকা দিদির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা স্থানান্তর করেছেন। আগামী দিনে আমরা ধাপে ধাপে প্রত্যেক জীবিকা দিদির অ্যাকাউন্টে মোট ২ লাখ টাকা পাঠাব।”
/anm-bengali/media/post_attachments/9ffbcf2d-3bb.png)
অমিত শাহ আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদি প্রতি বছর ৮৭ লাখ কৃষককে ৬ হাজার টাকা করে দিচ্ছেন। এনডিএ সরকার ফের ক্ষমতায় এলে এই পরিমাণ বেড়ে ৯ হাজার টাকা হবে। ২০১৪-১৫ সালে ধানের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) ছিল ১,৩১০ টাকা, আজ তা বাড়িয়ে ২,৪০০ টাকায় পৌঁছেছে।”
তিনি পূর্ববর্তী সরকারের শাসনকালের সমালোচনা করে বলেন, “জঙ্গলরাজের সময় অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে। মোদি ও নীতীশ কুমারের সরকার সুশাসন প্রতিষ্ঠা করেছে। আগামী পাঁচ বছরে বিহারের সব বন্ধ চিনি কল পুনরায় চালু করে কৃষকদের সমৃদ্ধির জন্য আমরা কাজ করব।”
#WATCH | Gopalganj, Bihar: While addressing the public rally virtually, Union Home Minister Amit Shah says, "Just now, PM Modi and Nitish Kumar have transferred Rs 10,000 to the bank accounts of 1 crore 41 lakh Jeevika Didi. We will send an amount of up to Rs 2 lakh to all those… pic.twitter.com/CXt6KEGtST
— ANI (@ANI) November 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us