New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুরের পর কয়েকদিনের মধ্যেই ভারত সরকার ‘অপারেশন শিল্ড’ নামের একটি বড় মাপের একটি সিভিল ডিফেন্স মহড়ার ঘোষণা করেছিল। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর—এই চার সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই মহড়াটি পরিচালিত হওয়ার কথা ছিল। প্রথমে ২৯ মে-র সন্ধ্যায় এই মহড়াটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও,কিছু প্রশাসনিক কারণে ২৮ মে-র রাতেই তা স্থগিত করা হয়। আর এবার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ‘অপারেশন শিল্ড’ নামের এই মহড়াটি আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে চলেছে।
/anm-bengali/media/media_files/2025/05/08/TVtwOkPzAcmt56C6XG16.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us