/anm-bengali/media/media_files/Un6KRy19nIFDWBoBDsdn.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবছরের অর্থবর্ষ বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন অনলাইন গেমিং-এ জিএসটি বাড়বে। সেই মোতাবেক জিএসটি পরিমাণ বেড়ে হয়েছে ২৮ শতাংশ। তবে এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন দিল্লির মন্ত্রী অতীশি।
তিনি সম্প্রতি ভিডিও বার্তায় জানিয়েছেন, “অনলাইন গেমিং হল সেই সেক্টর যেখানে ৫০ হাজারেরও বেশি মানুষ কাজ করেন। অনলাইন গেমিংকে স্টার্টআপ সেক্টরের সূর্যোদয় হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু GST কাউন্সিল সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছে এবং অনলাইন গেমিংয়ের উপর ২৮ শতাংশ GST আরোপ করেছে। এই ২৮ শতাংশ জিএসটির প্রভাবে এই সেক্টরের ওপর ব্যাপক প্রভাব পড়তে চলেছে। তবে GST কাউন্সিল এখানেই থেমে যায়নি। তারা এই সেক্টরের কোম্পানিগুলিকে গত ছয় বছরের জন্য দেড় লক্ষ কোটি টাকার কর ফাঁকির নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যে সেক্টর তাদের বার্ষিক আয়ের ক্ষেত্র দেখাচ্ছে ২৩ হাজার কোটি টাকা, তার কাঁধে চাপানো হয়ে দেড় লক্ষ কোটি টাকার কর!”
#WATCH | Delhi minister Atishi says "...Online gaming is that sector where over 50,000 people are employed. Online gaming is considered a sunrise sector in the startup sector, but the GST council recently took a decision and imposed 28% GST on online gaming. It will have a huge… pic.twitter.com/EVriKC5mGq
— ANI (@ANI) October 7, 2023
আর এতেই মন্ত্রী মনে করছেন এই করের ভারে স্তব্ধ হয়ে যাবে গেমিং সেক্টর। হইতো অনলাইন গেমিং সেক্টর বলে কোনও কিছুরই অস্তিত্ত্ব থাকবে না অদূর ভবিষ্যতে। তিনি অবশ্য কথা দিয়েছেন অনলাইন গেমিং সেক্টরে ট্যাক্স নোটিশ প্রত্যাহারের দাবি জানাবেন। আজ জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবেন অতীশি। কিন্তু কেন্দ্র কি তা শুনবে? নাকি সত্যিই হারিয়ে যেতে বসেছে অনলাইন গেমিং?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us