ফের রক্তাক্ত কাশ্মীর, এনকাউন্টারে খতম জঙ্গি, আহত এক

জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে বলে খবর।

author-image
SWETA MITRA
New Update
kashmiis.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর (J&K)। এডিজিপি মুকেশ সিং জানিয়েছে, দুই সন্ত্রাসবাদীর উপস্থিতি সম্পর্কে পুলিশের তথ্যের ভিত্তিতে রিয়াসিতে এনকাউন্টার (Reasi Encounter) শুরু হয়েছিল। চাসানার তুলি এলাকার গলি সোহাবে এনকাউন্টার চলছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে একজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এই এনকাউন্টারে একজন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন বলে খবর।