খেলার ছলে দুর্ঘটনা,গুলিতে আহত একাদশ শ্রেণির ছাত্র ! কোথায় ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা ?

গুলিতে আহত হল ছাত্র।

author-image
Debjit Biswas
New Update
gun

নিজস্ব সংবাদদাতা : একটি আবাসন চত্বরের সেন্ট্রাল পার্কে খেলার সময় বন্দুকের গুলিতে এক কিশোর আহত হওয়ার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গুরুগ্রামে। গতকাল শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছে, বন্ধুদের সঙ্গে খেলাচ্ছলে হ্যান্ডগান নিয়ে ঘাঁটাঘাঁটি করার সময় গুলিটি ছিটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

এই বিষয়ে এসএইচও (SHO) বলরাজ সিং জানান,''আহত ছাত্রসহ ওই আবাসন চত্বরে মোট তিনজন ছাত্র ছিল। এরা সবাই একাদশ শ্রেণির পড়ুয়া। প্রায় ৫-৬ মাস আগে আহত কিশোরের বাবা আবাসনটিতে সম্পত্তি ভাড়া নিয়েছিলেন। আহত কিশোর এবং তার বন্ধু গতকাল আনুষ্ঠানিক সাক্ষাতের জন্য এসেছিল, এবং পরে তাদের অন্য একজন বন্ধু সেক্টর ৯২ থেকে এসে তাদের সাথে যোগ দেয়। তারপর খেলার ছলেই কোনওভাবে একটি বন্দুকের গুলি এসে ওই ছাত্রকে আহত করে।''

Police

পুলিশ এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। মামলা দায়ের করার পর পুলিশের একাধিক দল তদন্তে নেমেছে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি সিন অফ ক্রাইম ইউনিট (CSI)-কেও ডাকা হয়েছে। আহত শিশুটিকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।