বিজাপুরে সংঘর্ষে নিহত এক নকশাল

তল্লাশি অভিযান চলছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
ftgyuio

File Picture

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গঙ্গালুর থানা এলাকার মানকেলি গ্রামের কাছে এই সংঘর্ষে একজন নকশাল নিহত হয়েছে।

naxal area

ঘটনার পর পুরো এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে, আরও নকশাল ওই অঞ্চলে লুকিয়ে থাকতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এ ধরনের তল্লাশি ও অভিযানের সংখ্যা বেড়ে যাওয়ায় নকশাল কার্যকলাপ কিছুটা ব্যাহত হয়েছে।