‘এক দেশ, এক নির্বাচন’, কি বলছে গোটা দেশ?

ভোট দেওয়ার জন্য মানুষকে অনেক পথ হেঁটে যেতে হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
one nation one election

File Picture

নিজস্ব সংবাদদাতা: আলোচনায় ফের জোরালো হল 'এক দেশ, এক নির্বাচন' প্রসঙ্গ। এই ব্যাপারে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এদিন বলেন, "আগে দেশে একই সাথে নির্বাচন অনুষ্ঠিত হত। তবে, কোনও কারণে, কংগ্রেস সরকার সেই সময়ে রাজ্য সরকারগুলিকে উপড়ে ফেলেছিল। সকলেই এটা জানেন। আজ, আবারও দেশ এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে যেখানে প্রচুর সময় এবং অর্থ নষ্ট হচ্ছে এবং দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। বিশেষ করে পাহাড়ি রাজ্যগুলিতে, এমন কিছু জায়গা রয়েছে যেখানে ভোট দেওয়ার জন্য মানুষকে অনেক পথ হেঁটে যেতে হচ্ছে। যদি সমস্ত নির্বাচন একসাথে অনুষ্ঠিত হয়, তাহলে তা দেশের জন্য ভালো হবে। সরকার চায় যৌথ সংসদীয় কমিটি এক দেশ, এক নির্বাচন সম্পর্কে সকলের মতামত জানুক"।

anurag thakur fdg.jpg