ওড়িশায় একের পর এক উন্নয়ন প্রকল্প, প্রধানমন্ত্রীকে বিশেষভাবে দেখেন: বিজয়ন্ত জয় পান্ডা

কি  বললেন বিজয়ন্ত জয় পান্ডা?

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-27 10.55.32 AM

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার ঝাড়সুগুড়ায় আজ একাধিক প্রকল্প উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে প্রশংসার বন্যা বইয়ে দিলেন বিজেপি সাংসদ বিজয়ন্ত জয় পান্ডা। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ওড়িশাকে বিশেষভাবে গুরুত্ব দেন। উত্তর-পূর্ব ভারতের মতো অনুন্নত এলাকায় তিনি যতবার গিয়েছেন, তার সংখ্যা আগের সব প্রধানমন্ত্রীদের সফরের চেয়েও বেশি। গত এক বছরে একাধিকবার তিনি ওড়িশায় এসেছেন, প্রায় দু’মাস অন্তর এখানে আসছেন।”

আজকের অনুষ্ঠানে বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ৩৭ হাজার কোটি টাকার টেলিকম প্রকল্প, যা এখনও সংযোগবঞ্চিত বহু গ্রামকে নেটওয়ার্কে যুক্ত করবে। একইসঙ্গে আটটি নতুন আইআইটির ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হচ্ছে বলে জয় পান্ডা জানান।

তিনি আরও বলেন, “ওড়িশার মানুষ ডাবল-ইঞ্জিন সরকার থেকে যা আশা করেছিলেন, সেটাই এখন বাস্তব হচ্ছে। উন্নয়ন প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছে।”

বিজেপি শিবিরের দাবি, এই ধারাবাহিক উন্নয়নমূলক পদক্ষেপ আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা রাখবে।